স্বপ্নভূমি ডেস্ক : দৈনিক গ্রামের কাগজের রাজগঞ্জ-খেদাপাড়া প্রতিনিধি এবং সমাজসেবক এরশাদ আলী আর নেই। মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
এরশাদ আলী মনিরামপুর উপজেলার হেলাঞ্চী গ্রামের বাসিন্দা। তিনি রাজগঞ্জ বাজারের পরিচিত ফটোগ্রাফি প্রতিষ্ঠান ‘স্টুডিও মৌ’-এর স্বত্বাধিকারী ছিলেন এবং দীর্ঘদিন ধরে দৈনিক গ্রামের কাগজে সাংবাদিকতা করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, তবে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে রাজগঞ্জ, হেলাঞ্চীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদানের কথা স্মরণ করে স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে।
এক বিবৃতিতে স্থানীয় সাংবাদিকরা জানান, এরশাদ আলী ছিলেন একজন সৎ, সাহসী ও আপসহীন সাংবাদিক। ছোট পরিসরে থেকেও তিনি সাংবাদিকতার মর্যাদা রক্ষা করেছেন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়—এমনটাই বলছেন স্থানীয়রা।